ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের প্রধান ফটক সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভি.পি আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাছির উদ্দীন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী খাইরুল আমীন, ফরিদ হোসেন, সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ সভাপতি সামস্ আলম, নূরে আলম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্না, ছাত্রলীগের আহবায়ক আবু ছায়েদসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন।