21.6 C
New York
Saturday, October 5, 2024
spot_img

নবীনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বন্যা পূর্ববর্তী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, সরকারের পাশাপাশি সাধারন জনগণকেও এগিয়ে আসার আহবান ***

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে বন্যা হওয়ার আশংকায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বন্যা পূর্ববর্তী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে নানান গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়, তার মধ্যে পানি বাহিত রোগ এবং এ থেকে প্রতিকার, পানি বাড়ার সাথে সাথে বসত বাড়িতে বিষধর সাপের আক্রমণ এবং এ থেকে প্রতিকার, কি ধরণের খাবার মজুদ রাখতে হবে, পানি বিশুদ্ধ করণে কি কি করা উচিত, বসতবাড়ি পানিতে তলিয়ে গেলে কোথা গিয়ে আশ্রয় নিতে হবে, কৃষকের ফসলি জমি পানিতে বিনষ্ট হয়ে গেলে পরবর্তীতে কি করণীয়, জনপ্রতিনিধিদের কি ধরণের ভ‚মিকা থাকবে এবং কোন এলাকায় বন্যা পরিস্থিতি খুব বেশি অবনতি হয়ে গেলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করণ সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়। এদিকে সরকারের পক্ষ থেকেও যে কোন দুর্যোগ মোকাবিলায় সকল ধরণের পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট দপ্তর প্রস্তুত রয়েছে বলেও সভায় জানানো হয়।

আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. মোশারফ হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মেডিক্যাল অফিসার ডাঃ ইলিয়াস, নবীনগর থানার পুলিশ পরিদর্শক নূরে আলম, উপজেলা কৃষি অফিসার মো. জগলুল হায়দার, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা প্রেসক্লাব সভাপতি সঞ্জয় সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল উদ্দিন সরকার, নবীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন প্রধান, ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী, হেলাল উদ্দিন, নুরে আলম, আক্তারুজ্জামান, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনিসহ আরো অনেকে। এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসার পারভেজ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা সামছুল ইসলাম, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন