মো. খাইরুল এনাম, (নবীনগর) শিবপুর থেকে;
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর দণি পাড়ায় গত দুই দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৩শত পরিবার। নোংরা আর দূষিত এই পানি বাড়ীতে আসায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের পূর্বপাশ থেকে প্রায় পুরো পাড়াজুড়েই হাটু পানি জমে আছে, যার ফলে ওই এলাকায় বসবাসরত পরিবারগুলো এখন পানি বন্দি হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবী, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই পানি নিস্কাশন হচ্ছে না এবং পানি জমে থাকায় তারা ভোগান্তিতে পড়েছে। এই দূর্দশা লাঘবে সংশ্লিস্ট কর্তৃপক্ষের হস্তপেক্ষ কামনা করছে এলাকাবাসী।