20.1 C
New York
Thursday, April 24, 2025
spot_img

ভোরের সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টারকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ ***

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় শ্রমীকলীগ ঢাকা জেলা শাখার সহ ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ বাবুল মিয়াকে প্রাণনাশের হুমকি দিলেন, উপজেলা পৌর সদরের আলিয়াবাদ ৫নং ওয়ার্ডের মৃত মোশারফ হোসেন (মদন মেম্বার) এর ছেলে ও পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌর সদরের আলিয়াবাদ গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম মিয়ার ছেলে মনির হোসেন ও আব্দুল মোমিন মিয়ার ছেলে মোঃ এমদাদ মিয়ার মালিকানাধীন যায়গা ২৮/০২/২২ তারিখে জোর পূর্বক দখল করার চেষ্টা করেন ইমাম হোসেন অনিক। এ ঘটনায় আব্দুল মোমিন মিয়ার ছেলে এমদাদ মিয়া বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রুজু করে। তপছিলোক্ত ভূমি নিয়া সাংবাদিক মোঃ বাবুল দৈনিক ভোরের সময় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন।

আজ ৮ জুন সকাল ১০ ঘটিকায় ইমাম হোসেন অনিক তার দলবল নিয়া তপছিলোক্ত ভূমি পূনরায় জবর দখল করার জন্য দুই ট্রাক ইট নিয়া ঘটনাস্থলে রাখে, এই নিয়ে দুপক্ষের জটলা সৃষ্টি হয়। এসময় সাংবাদিক বাবুল তার নিজ বাড়ী হইতে নবীনগর সদরে আসার পথে লোকজনের জটলা দেখিয়া ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা অবস্থায় ইমাম হোসেন উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগালিসহ মারধর করার জন্য তেরে আসে এবং প্রাণনাশের হুমকিও প্রদান করে।

এ ঘটনায় সাংবাদিক বাবুল নবীনগর থানায় অভিযোগ করেন। নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন