ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বীরমুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলা সমাজ সেবা অফিস কার্যালয়ে ১০জন প্রতিনিধি সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার হিসেবে ৬জন প্রতিনিধি সদস্য, যেখানে ৩জন শিক্ষক প্রতিনিধি, ১জন দাতা সদস্য, ১ অভিভাবক সদস্য ও ১জন প্রতিষ্ঠাতা সদস্যের সমর্থনে সকলের সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে সভাপতি ঘোষণা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সমাজ সেবা অফিসার পারভেজ আহমেদ।
এসময় নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আগামী দিনে সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়ের পড়া-লেখার মানসহ সার্বিক বিষয়ে উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন সভাপতি বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী।