ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হযরত আমেনা (রাঃ) পৌর মহিলা দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শতভাগ পাশের হারের সুনাম অর্জন করা মাদ্রাসাটি নারী শিক্ষার প্রসারে মাইলফলক হয়ে থাকবে বলে উল্লেখ্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
আজ শনিবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদস্য ও মাদ্রাসা সুপার এম.এ. মতিন। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শেখ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক মো. হুমায়ন, শিক্ষক অহিদুল্লাহ, মো. আসলাম মিয়াসহ আরো অনেকে। বিদায়ী শিক্ষার্থীর মধ্যে মানপত্র পাঠ করেন, মোসাম্মৎ আসমা বেগম এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী তনিমা সুলতানা তিন্নি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সহকারি মৌলভী হযরত মাওলানা আনোয়ার হোসেন।
এদিকে ২০২১ সালের দাখিল পরীক্ষা এ প্লাস প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পরে মাদ্রাসার সুপার এম.এ মতিনের পরিচালনায় দোয়া শেষে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তবারক বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার শিক্ষকমন্ডলী। ২০২২ সালের দাখিল পরীক্ষায় ভাল ফলাফলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করে বিদায়ী শিক্ষার্থীরা।