26.3 C
New York
Friday, September 13, 2024
spot_img

মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের ৩য় বর্ষে পদার্পণ, অসহায় মানুষজনের মাঝে লক্ষাধিক টাকার আর্থিক অনুদান ***

মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের ৩য় বর্ষে পদার্পণ, অসহায় মানুষজনের মাঝে লক্ষাধিক টাকার আর্থিক অনুদান ***

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুর নতুন বাজারের মা ফার্মেসী চত্বরে এলাকার চার (৪) জন অসহায় ব্যক্তি ও ১জন মাদ্রাসা শিকের বেতনসহ মোট ১ল পয়ত্রিশ হাজার টাকার নগদ অনুদান প্রদান করেছে। গত দুই বছরে সংগঠনটি এমন ভাবে প্রায় ৪৪ ল টাকার আর্থিক অনুদান প্রদান করেছে।

এক ভিডিও বার্তায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোঃ জয়দিল হোসেন উপস্থিতি গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সফলতার সহীত দুটি বছর সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পাশে দাড়াতে সাহায্য করায় গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাহস ও সহযোগিতা নিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই।

সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাঁধন সংগঠনের সকল সদস্য এবং উপস্থিতি সকলকে ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, গ্রামবাসীর সুখে-দুঃখে ও গ্রামের উন্নয়নের স্বার্থে কাজ করতে আমরা প্রবাসীরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছি। গ্রামবাসী সকলের সহযোগিতা নিয়ে আমাদের মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে চাই।

আরেক ভিডিওবার্তায় সংগঠনের যুগ্ম প্রধান উপদেষ্টা মোঃ বাবুল সরকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,”আমাদের সংগঠন প্রতিষ্ঠা করেছি গ্রামের স্বার্থে। আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাহ আল্লাহ।”

ভিন্ন ভিন্ন বার্তায় সংগঠনের কার্য নির্বাহী প্রধান মোঃ আনোয়ার হোসেন সরকার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন বেপারী উপস্থিতি গ্রামবাসী ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা গ্রামবাসীর সকলের সহযোগিতা কামনা করছি। গ্রামবাসী সকলের সহযোগিতা পেলে আমাদের মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ বেশি মানবিক কাজ করতে পারবে ইনশাআল্লাহ।

এসময় মোঃ মুখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক হারুন সরকার, মোঃ মনির হোসেন মাষ্টার, সংগঠনের সহ সমাজকল্যাণ সম্পাদক, ওয়াসিম ইসলাম, ডাঃ মনিরউজ্জামান মনির, খুরশিদ ম্যানেজার, রুপন মিয়া, পুলিশ সদস্য মোঃ নোয়াব, আব্দুর সাত্তার, মোঃ জহর মিয়া, মোঃ রকিব মিয়া, মোঃ ছাইদুল আলম সবুজ, ডাঃ ইব্রাহিমসহ আরো অনেকে।

উল্লেখ্য মানবিক বিপর্যয়ের পাশে আমরা আর্তমানবতার সেবায় সর্বদায় প্রস্তুত -এই শ্লোগানকে সামনের রেখে ২০২০ সালের ১লা জুন প্রতিষ্ঠার পর থেকে বিগত ২বছরে সফলতার সাথে গ্রামে প্রায় ৪৪ ল টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে সংগঠনটি।

অনুষ্ঠানের দিকনির্দেশনায় ছিলেন, কার্যনির্বাহী প্রধান মোঃ আনোয়ার হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃআরিফ হোসেন বেপারী, অর্থ সম্পাদক মোঃ আবু আক্কাস, মোঃমহিউদ্দিন, ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রেসিডিয়াম প্রধান মোঃ বেনজির আহমেদ বাদল, সিনিঃ সহ-সভাপতি রমজান হোসেন, প্রেসিডিয়াম সদস্য হাজী মোঃ মনির হোসেন সরকার, হাজী মোঃ শামীম মিয়া, উপদেষ্টা মোঃ বাছির সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আয়নাল হক, সহ-সভাপতি আহাদুল আলম, মোঃ হাফিজুর রহমান, মোঃ মাহবুব আলম, মোঃ জসিম উদ্দিন, মোঃ কবির হোসেন, মোঃ শাহিন আলম। আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের প্রচার প্রচারণায় ছিলেন, এমরান হোসেন ও মো. সামিরুল আলম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন