ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ২৪ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপে ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুরুষ ভোটারের মধ্যে সঠিক ভোট হয় ৩০৯টি এবং বাতিল ভোট হয় ৩০ টি। অপরদিকে মহিলা ভোটারের মধ্যে সঠিক ভোট হয় ৩১২টি এবং বাতিল ভোট হয় ২৭ টি। নির্বাচনে সদস্য প্রতিনিধি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৫ জন। এর মধ্যে ২১১ ভোট পেয়ে প্রথম হয়েছেন মমিনুল হক ফুল মিয়া, ২০৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোঃ সাচ্চু মিয়া, ২০২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শাহজাহান, ১৮৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন নুরুল ইসলাম এবং সংরতি মহিলা সদস্য পদে ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার। ভোট গণনা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা উপজেলা সমাজ সেবা অফিসার পারভেজ আহমেদ ফলাফল ঘোষণ করেন। তবে দাতা সদস্য পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান এবং প্রতিষ্ঠাতা সদস্য হাজ্বী জমির আলী।