21.6 C
New York
Saturday, October 5, 2024
spot_img

ভূতের সরকার আর রাজাকার এই দুই কুমিরকে মতায় আসতে দেওয়া হবে না, সাবেক এমপি’র শোক সভায় বললেন হাসানুল হক ইনু ***

ভুতের সরকার আর রাজাকার এই দুই কুমিরকে মতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশ ৭৫ -এর মতো কালো অধ্যায় আর দেখতে চায় না। জঙ্গীমুক্ত দেশ গঠনে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ। দেশের উন্নতি হলেও আমরা এখনো বিপদমুক্ত নয়। ১৪ দলীয় জোটের উদ্যোগে দেশবরেণ্য আইনজীবী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এড. শাহ জিকরুল আহমেদ খোকন এর শোকসভায় প্রধান অতিথি বক্তব্যকালে সাবেক তথ্যমন্ত্রী, বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য হাসানুল হক ইনু একথাগুলো বলেন। আজ শনিবার বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, দপ্তর সম্পাদক সাজ্জাত হোসেন, মেয়র এড. শিব শংকর দাস, জেলা জাসদের সভাপতি এড.আক্তার হোসেন সাঈদ, আওয়ামী লীগ নেতা এড.সুজিত দেব, বোরহান উদ্দিন আহমেদ, মোস্তফা জামাল, সফিকুল ইসলাম, মোশারফ হোসেন সরকার, আব্দুর রহমানসহ আরো অনেকে। সভায় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা জাসদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সাবেক এমপি এড. শাহ জিকরুল আহমেদ খোকনের স্মৃতিচারণ করে উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। প্রয়াত বাবার আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থণা করে বক্তব্য প্রদান করেন উনারই তিন কন্যা জেরিন আহমেদ, মাহিন আহমেদ ও নওরিন আহমেদ। পরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক কুতুবী’র পরিচালনায় প্রায়ত এমপি এড. শাহ জিকরুল আহমেদ খোকন এর আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন