ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম সাকলাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি নবীনগর উপজেলা বিএনপি’র আহবায়ক প্রবীন রাজনীতিবিদ অ্যাডভোকেট এমএ মান্নান। সম্মেলন এর উদ্বোধন করেন নবীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নাজমুল করিম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য আশরাফ হোসেন রাজু, গোলাম কিবরিয়া শিবলী, পৌরসভার ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৗর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমেন মৃধা, জেলা জাসাসের সদস্য মুকসুদ আলী খান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম বাবু, উপজেলা যুবদল নেতা মাইনউদ্দিন গাজি, পৌর যুবদল নেতা মো. মনির হোসেন মৃধা, রতনপুর ইউনিয়ন বিএনপি নেতা আরিফুল ইসলাম, সিঙ্গাপুর বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য মো. মনির হোসেন সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মামুন সরকার। দ্বিতীয় অধিবেশনে নবীনগর উপজেলা বিএনপির আহবায়ক এডঃ এম এ মান্নানের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সভাপতি পদে মো. শরিফুল ইসলাম সাকলাইন এবং সাধারণ সম্পাদক পদে মামুন সরকারকে নির্বাচিত করে রতনপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।