“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই -বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন” -এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস -২০২২ পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হাসপাতাল চত্বর শেডে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকালে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হাবিবুর রহমান, আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন, এমও ডাঃ তানভীর সালাম, এমওডিসি ডাঃ সোহেল রানা, এমও ডাঃ তামিমসহ আরো অনেকে। এসময় হাসপাতালের নার্সিং সুপার শোভা রানী দেবী, ওয়ার্ড ইনচার্জ মাছুমা আক্তার, আনোয়ারা বেগম, শারমিন রহমান, করুনা রানী দেবী, পরী বেগম, তাহরিমা আক্তার, সেলিমা সুলতানা, সুমন হাওলাধার, কুলকুল আক্তারসহ সকল নার্স উপস্থিত ছিলেন। বক্তাগণ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে দক্ষ নার্সের বিকল্প নাই উল্লেখ করে বলেন…