যেথায় থাকুক যে যেখানে, বাধঁন আছে প্রানে প্রানে, এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসএসসি ১৯৯৫ ব্যাচের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপল্েয গতকাল শুক্রবার বেলা ১১টায় নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ৯৫ ব্যাচের শিার্থীরা পৌর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে। পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে র্যালীটি পুনরায় নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয়ে সার্জেন্ট মজিবুর রহমান মিনায়তনে আলোচনাসভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুর্নমিলনী অনুষ্টানের আহবায়ক কমিটির আহবায়ক গোলাম মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং জালাল উদ্দিন মনির ও এসএস খালেদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পর ৯৫ ব্যাচে যে সকল শিার্থী ও নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয়ের যে সকল শিকগন মারা গেছেন তাদের তাদের স্বরনে এক মিনিট নিরবাতা পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো. আবু মুছা। স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন ৯৫ ব্যাচের শিার্থী মো. সৈয়দ হোসেন,আশরাফ হোসেন রিপন,আরিফুল আশরাফ অপু,কাউসার আলম,শারমিন আক্তার সাথী, সুলতানা রাজিয়া,মো. হোসেন, আল আমিন খন্দকার,মো. শুক্কুর খান,মো. হাবীবুর রহমান,জাকারিয়া পারভেজ প্রমুখ। জুম্মা নামাজের পর মধ্যান্নভোজ শেষে ৯৫ ব্যাচের সকলের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিকেলে একই মঞ্চে সুনামধন্য স্থানীয় শিল্পী মো. জাকির হোসেন ও এসকে হেলাল উদ্দিনের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আগামী তিন বছরের জন্য জালাল উদ্দিন মনিরকে আহবায়ক ও জাকারিয়া পারভেজকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নবীনগর উপজেলা এসএসসি ৯৫ ব্যাচের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯৫ ব্যাচের শিার্থীদের নিয়ে আগামী ২০২৫ সালে ৩০ বছর পূর্তি পালন ও পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন করার লে কাজ করে যাবে।