২০২১-২০২২ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের বাস্তবায়নে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২৪০জন নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে প্রত্যেককে ২টি করে ভেড়া প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা সমাজ সেবা অফিসার পারভেজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা অলি আহাদ চৌধুরীসহ আরো অনেকে। সরকারের পক্ষ থেকে নেয়া এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপকার ভোগী মৎস্যজীবিরা।