20.1 C
New York
Thursday, April 24, 2025
spot_img

নবীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সাংসদ -এর জানাযা সম্পন্ন, দাফন হবে ঢাকায় ***

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের কৃতি সন্তান, ব্রা‏হ্মণবাড়িয়া- ০৫ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. শাহ জিকরুল আহমেদ খোকন গতকাল শনিবার রাতে গোপালগঞ্জে বার কাউন্সিল এর নির্বাচনী প্রচারণাকালে অসুস্থতা বোধ করেন। পরে তাকে দ্রুত গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০:২০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না …… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নবীনগরে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

জীবদ্দশায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জাতির সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদ খোকন।

তিনি আগামী ২৫মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছিলেন। তিনি এই নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে গতকাল দুপুর ১টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তন, বিকাল ৪টায় ফরিদপুর জেলা বার এসোসিয়েশন, বিকাল ৫:৩০মিনিটে মাদারীপুর জেলা বার এসোসিয়েশন মিলনায়তন এবং রাত ৯টায় গোপালগঞ্জ জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে প্রচার সভায় অংশগ্রহন করেন এবং ভাষণ দেন। গোপালগঞ্জে ভাষণ শেষে রাত ৯:৩৫মিনিটে তিনি হৃদ রোগে আক্রান্ত হন।

আজ সকালে তাঁর মৃতদেহ নবীনগর নিয়ে আসা হলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১টা ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক ও নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ এর নেতৃত্বে জাতির এই সূর্য সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। আসর নামাজ শেষে হাইকোর্ট এলাকার বার কাউন্সিল প্রাঙ্গনে এবং মাগরিব নামাজ শেষে ট্যাক্সেস বার এসোসিয়েশন এলাকায় নামাজে জানাযা শেষে আগামীকাল সোমবার ১১ টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৪র্থ নামাজে জানাযা শেষে রাজধানীর বানানী কবরস্থনে মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ব্রা‏হ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মোহাম্মদ এমপি এবাদুল করিম বুলবুল, সাবেক এমপি ফয়জুর রহমান বাদলসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন