ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ড পশ্চিম পাড়ার বিশ্বাস ভবনে বিগত ৩ মাস পূর্বে উদ্বোধন করা হয় বিশ্বাস ফিজিওথেরাপি সেন্টার। উদ্বোধনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী উপজেলা থেকেও সাধারন রোগীরা চিকিৎসা সেবা নিতে ছুটে আসছেন বিশ্বাস ফিজিওথেরাপি সেন্টারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্ট্রোকে প্যারালাইসিস, ঘাড় ব্যথা, হাটু ব্যথা, কোমড় ব্যথা, মুখ বাঁকা, বাত ব্যথা, মেরুদন্ডের ব্যথা, স্পোর্টস ইনজুরিসহ নানান ধরণের ব্যথার চিকিৎসা প্রদান করছেন, সমন্বিত বিকলত্ব পরিষেবার বিভাগীয় প্রধান ও ফিজিওথেরাপি’র কনসালট্যান্ট, ফিজিও ডাঃ সুজিত বিশ্বাস। এসময় তিনি বিভিন্ন রোগীর সমস্যা ও তাদের উন্নতি সম্পর্কে জানান… উদ্বোধনের পর থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং সমাজের অসহায় ও দরিদ্র রোগীদের জন্য এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি ধরণের উদ্যোগে গ্রহণ করবেন এমন প্রশ্নের জবাবে ডাঃ সুজিত বিশ্বাস জানান…