ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামে সৌদী প্রবাসী আক্তারুজ্জামান ও তার স্ত্রী আলমনগর গ্রামের পুতুল বেগম বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি সমাজের অসহায় এবং অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেনা এমন মানুষজনের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছেন। স্বামী প্রবাসে থাকলেও দেশে থেকে এলাকার অসহায় মানুষজনদের পাশে দাঁড়াচ্ছে স্ত্রী পুতুল বেগম। যেখানেই গরিব অসহায় মানুষের সন্ধান পাচ্ছেন সেখানে আখতারুজ্জামানের দিক নির্দেশনায় স্ত্রী পুতুল বেগম নিজে উপস্থিত হয়ে তাৎণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, মসজিদ-মাদ্রাসায়ও সাধ্যমতো আর্থিক অনুদান প্রদান করছে তারা।
তারই ধারাবাহিকতায় গতকাল উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি- পায়জামার কাপড় উপহার দিয়েছেন। সমাজসেবক আখতারুজ্জামান নিজে উপস্থিত থেকে মাদ্রাসার ৪৫জন শিক্ষার্থীকে এই উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সম্পাদক একেএম আসাদুজ্জামান কল্লোল, নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম ভ‚ঁইয়া মিনাজ, ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার তৌফিকুর রহমান, শিক্ষক সুমন আহমেদ, মাদকমুক্ত নবীনগর চাই কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মনিরুল ইসলাম কালন, পৌর কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ আরো অনেকে। মাদ্রাসার প থেকে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু কাওসার ও শফিউল আলম সবুজ।
ইফতারের পূর্বে মাদ্রাসার হুজুর রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন। পরে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে উপস্থিত সকলে ইফতার পরিবেশন করেন।