ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য উবাইদুল্লা সানির নেতৃত্বে নাটঘর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নাটঘর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক আবু সাইদ, ১নং যুগ্ন আহবায়ক নাছির উল্লাহ, যুগ্ন আহবায়ক সাকিব মাহমুদ, কবির হোসেন, মোবারক হোসেন, পৌর ছাত্রলীগের আহবায়ক এহসান, যুগ্ন আহবায়ক সামির আহমেদ, সাইদুল, সোহান মিয়া। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলম, উপজেলা যুবলীগের সদস্য শাহজাহান মাহাজন, সফিউল আলম, মাখন শাহাসহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করায় নাটঘর ইউনিয়ন ছাত্রলীগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাইদ ও যুগ্ন আহবায়ক নাছির উল্লাহ। তারা আরো জানান, নাটঘর ইউনিয়ন ছাত্রলীগ একটি শক্তিশালী ইউনিট। মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এম এ হালিম ভাইয়ের পরামর্শ ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঈদের পর পর ঘোষনা করা হবে। নাটঘর ইউনিয়ন ছাত্রলীগ যেহেতু শক্তিশালি ইউনিট আমরা চাইব নাটঘর ইউনিয়ন ছাত্রলীগ আগে ঘোষনা করতে।