ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর ছাত্র কল্যাণ পরিষদের দোয়া মাহফিল ও ইফতার গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোডে অবস্থিত এ.মালেক কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মিনহাজুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ শাহ্ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্য ড. মোঃ ইব্রাহিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস কাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল আমিন, নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাজী মোঃ আক্তার হোসেন, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাবুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি ইফতেখার আহমেদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, সদর যুবলীগের সভাপতি আলি আজম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত, ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সী, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. নাঈমুর রহমান, সাবেক সভাপতি আমজাদ হোসেন রুবেলসহ আরো অনেকে। পরে দেশ ও জনগণের কল্যাণ কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ এমদাদুল্লাহ্।