ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে দুধ, চিনি, সেমাইসহ অন্যান্য খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক ওমান প্রবাসী মো. নুরুল হক ভ‚ইয়ার বাড়ি প্রাঙ্গনে এলাকার প্রায় ১২০ জন অসহায় পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ওমান প্রবাসী মো. নাসির উদ্দিন সরকার সাগর এর উপস্থিতিতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল হক ভ‚ইয়া, দুবাই প্রবাসী মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল আজিজ, সৌদী প্রবাসী মো. মোমেন মিয়া, বাহরাইন প্রবাসী মো. আবুল বাশার শান্ত, দুবাই প্রবাসী মো. আবু খায়ের, মো. আক্কাস মিয়া, মো. খাইরুল আলম, সাইফুল রহমান জুয়েল, সৌদী মো. সাদ্দাম হোসেন, বাহরাইন প্রবাসী মো. বিপ্লব মিয়া, মালেয়শিয়া প্রবাসী মো. আবু হানিফ, কুয়েত প্রবাসী মো. মনির হোসেন, মালেয়শিয়া প্রবাসী মো. আবু আক্কাস মিয়া, সৌদী প্রবাসী মো. উসমান গণি, সৌদী প্রবাসী মো. আজাদ, মো. ইসমাইল মিয়া, মালেয়শিয়া প্রবাসী মো. আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনসহ আরো অনেকে। এর আগে মাওলানা মো. হুমায়ন এর পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনায় মিলাদ শেষে দোয়া করা হয়। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।