রমজান আসলেই যেন অধিকাংশ দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যায়। এবার তা থেকে বাদ পরেনি মৌসুমী ফল তরমুজও। সারা দেশে শোনা যায় এবার তরমুজের বাম্পার ফলন অথচ রমজানের কারণে সেই তরমুজের দাম যেন এখন আকাশচুম্বী। মধ্যবিত্ত বা নি¤œমধ্যবিত্ত পরিবারের পক্ষে এখন ভালো মানের একটি তরমুজ ক্রয় যেন দুঃসাধ্য।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে এমন দৃশ্যই দেখা যাচ্ছে। গত কিছুদিন ধরে এমন খবরে আজ সরেজমিনে মাঠে নামেন উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন।
তিনি নবীনগর সদর বাজারে একাধিক ফলের দোকান ঘুরে দেখতে পান ব্যবসায়ীরা নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর বিক্রি করছে এবং চড়া দামে বিক্রি করছে তরমুজ।
এসময় ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৪ টি মামলায় ৪জন ব্যবসায়ীকে ৪ হাজার ৫শত টাকা আর্থিক জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় নবীনগর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।