ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ের বাইশ মৌজা পশুর হাট। কিন্তু করোনাভাইরাসের প্রার্দুভাবে এই হাট তিন মাস যাবৎ বন্ধ। পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রশাসন ও নবীনগর উপজেলা প্রশাসনের নির্দেশে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই গতকাল মঙ্গলবার থেকে পূর্বের ন্যায় বাইশমৌজা বাজারে পশুর হাট বসা শুরু করেছে।
কোন ক্রেতা-বিক্রেতা মাস্ক ছাড়া এই হাটে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে, হাটে প্রবেশ করার সময় ক্রেতা বিক্রেতার দুই হাত সাবান দিয়ে ধৌত করতে হবে, সামাজিক দুরত্ব কমপে ৩ফিট বজায় রাখতে হবে, বিকাল ৪টার মধ্যে হাট ত্যাগ করতে হবে, বহিরাগত এবং জেলা থেকে আগত সাধারণ জনগণ সম্পূর্ণ প্রবেশ নিষেধ রয়েছে।
বাইশ মৌজা বাজারের ইজারাদার মোঃ আফজাল হোসেন বলেন, জেলা প্রসাশন ও নবীনগর উপজেলা প্রশাসনের নির্দেশ মেনে আমরা হাট চালু করেছি।