কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর নজরুল এভিনিউস্থ একটি রেস্তোরায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এর সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৯তম রাজনৈতিক ফেলো এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি, সচেতন নাগরিক কমিটি সনাক এর সাবেক সভাপতি বদরুল হুদা জেনু। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কুমিল্লা দণি জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ফেলো মোস্তাক মিয়া, দণি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিনিয়র ফেলো কোহিনুর বেগম, দণি জেলা মহিলা পার্টির যুগ্ম-সম্পাদক, রাজনৈতিক ফেলো ফাহমিদা আক্তার। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এর ১০নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে অতিমাত্রায় মশা বৃদ্ধি পেয়েছে। মশক নিধনে কার্যকর পদপে গ্রহণ করা না হলে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মশার বংশ বিস্তারে বেশ কয়েকটি কারণ শনাক্ত এবং তার প্রতিকার স্বরূপ কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সহ-সভাপতি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মাস্টার ট্রেইনার জোসনা আক্তার, মাস্টার ট্রেইনার নাসরিন আক্তার মুন্নি, ‘ঐতিহ্য কুমিল্লা’র পরিচালক জাহাঙ্গীর আলাম ইমরুল, ডেমোক্রেসি ন্যাশনাল এর ১৩তম ব্যাচের ফেলো মনোয়ারা বেগম সাকি, সারোয়ার জাহান দোলন, সৈয়দ রাজিব আহমেদ, সেলিনা আক্তার, রুবেল হোসেন এবং কামরুন্নাহার দিপুসহ আরো অনেকে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের প্রোগ্রাম এ্যাসোসিয়েট মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র রিজিওনাল ম্যনেজার মোঃ আবুল বাশার।