ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি মো. মোশারফ হোসাইন, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শামীম আহাম্মদ, ওসি তদন্ত নূরে আলম, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার। বক্তাগণ ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু, বীরমুক্তিযোদ্ধা শেখ নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, নির্বাচন কর্মকর্তা আজগর আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি মো. আবু কাউছার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিনসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। আলোচনা শেষে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফীর পরিচালনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইব্রাহিমপুর মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক কুতুবীর পরিচালনায় দোয়া শেষে সকলের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়।