বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ইব্রাহিমপুর ব্রাইট কিন্ডারগার্টেন স্কুলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক এড.এমএ মান্নান। সম্মেলনের উদ্বোধক ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাজমুল করিম। ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. শহীদুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আব্দুস ছাত্তার, আশরাফ হোসেন রাজু, গোলাম কিবরিয়া শিবলী, আসাদুজ্জামান দুলাল, হাজী আবু কাউছার, দেলোয়ার হোসেন সোহেল, হাসিবুল হাদীস শাহীন, ফারুক আহম্মেদ, তোজাম্মেল হক বকুল, আব্দুল মোমেন মৃধা, রেজাউল করিম বাবুল, আনোয়ার হোসেন বাবুল, মোশারফ হোসেন মুছা, মকছুদ আলী খাঁনসহ আরো অনেকে। মো. রিপন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উবায়দুল সরকার, মো. আলামিন খন্দকার, মো. মমিনুল ইসলাম পলাশ, মো. আমিনুল ইসলাম, মো. শাকির আহম্মেদ, মো. হালীম সরকারসহ ইব্রাহিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ। পরে ওয়ার্ড কমিটির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকগণের মতামতের ভিত্তিতে মো. শহীদুল ইসলাম সবুজ সরকারকে সভাপতি ও মো. রিপন মুন্সীকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির ঘোষণা করা হয়।