0.3 C
New York
Sunday, February 16, 2025
spot_img

প্রশাসনের সমালোচনা করবেন প্রাণ খুলে, মাইটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বললেন, ইউএনও একরামুল ছিদ্দিক ***

মাই টিভির ১৩ তম বর্ষে পর্দাপন উপল্েয ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর প্রেসকাবে কেক কাটা, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার একরামুল ছিদ্দিক। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, যেকোনো ভালো কাজের যেমন উৎসাহ চাই, তেমনি প্রশাসনের খারাপ কাজেরও সমালোচনা করবেন প্রাণ খুলে। আমরা মানবতার ফেরিওয়ালা হতে আসিনি। এসব তকমা দিবেন না। সাম্প্রতিক সময়ের বিভিন্ন দিক তুলে ধরে উপজেলার এই শীর্ষ কর্মকর্তা বলেন, নবীনগরে কোন অফিসার নতুন আসলে তাদেরকে আকাশে তুলতে যেমন সময় নেন না। ঠিক এমন ভাবেই আবার হুট করে মাটিতে ফেলতেও সময় লাগে না। এতে করে এই উপজেলা থেকে বিদায় নেয়ার পর অফিসারদের মনে একটি তিক্ত অভিজ্ঞতা জন্ম নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মাই টিভির উপজেলা প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, সমকাল প্রতিনিধি মাহবুব আলম লিটন, সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, প্রভাষক দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। প্রেসকাবের সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে মাই টিভির পরিচালকসহ মাই টিভি পরিবারের সকলের সুস্থতা কামনা করে দোয়া করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম। দোয়া শেষে কেক কেটে ও মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন