-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

প্রয়াত শিক্ষকের স্মরণে শিক্ষার্থীদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ***

কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী জানঘর নুরিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মরহুম হাফেজ ইলিয়াস রহ. ফাউন্ডেশনের উদ্যোগে “ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম হাফেজ ইলিয়াস রহ. এর হাতে গড়ে উঠা শিক্ষার্থীরা এই ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করে। গত বৃহস্পতিবার বিকেলে জানঘর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ডাঃ সৈয়দ আবুল কালাম আজাদ। জানঘর কেন্দ্রীয় মসজিদের খতিব, হযরত মাওলানা রাশেদুল ইসলাম হরষপুরি দা.বা. এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সৈয়দ মুহাম্মদ আবু জাহের মাষ্টার, হাজি মুহাম্মদ জাহের মিয়া, মুহাম্মদ আকতার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ ইলিয়াস রহ. ফাউন্ডেশনের সদস্য হা. মুহাম্মদ কামরুজ্জামান, মুহাম্মদ শাকিল, ডাঃ মুহাম্মদ নাসিম, মুহাম্মদ মুসলিম মিয়া, মুহাম্মদ দুলাল মিয়া এবং জানঘর নুরিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও উস্তাদগণসহ আরো অনেকে। জানঘর নুরিয়া হাফিজিয়া মাদরাসায় অধ্যয়নরত হা.মুহাম্মদ হুসাইন আহমাদ এর কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনা করেন মাদরাসার মুহতামিম হা. মাওলানা আলমগীর হুসাইন দা.বা.। ইফতার ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন, পাশ্ববর্তী নবীনগর উপজেলার আলমনগর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার মুদির, মরহুম হাফেজ ইলিয়াস রহ.এর হাতে গড়া সৈনিক ও প্রিয় ছাত্র, হাফেজ ইলিয়াস রহ ফাউন্ডেশনের সদস্য হা.মাওলানা মুমিনুল হক ভূঁইয়া। পরে দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন