শোয়েব শান্ত, (রতনপুর থেকে) নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মোঃ শাহ আলম এর স্ত্রী আরোজা বেগম (৪৭), ২০১১ সাল থেকে দুরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছেন। স্ত্রীর চিকিৎসায় স্বামীর হাতে জমানো টাকাসহ এলাকার বিত্তবানদেরও দেয়া সহযোগিতার অর্থও ব্যয় করা হয়ে গেছে। বর্তমানে স্বামীর সামান্য একটু ভিটে ছাড়া তেমন কিছু না থাকায় পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এখন পুরো দেশবাসীসহ প্রবাসীদের কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর পরিচ্ছন্ন কর্মী উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আরোজা বেগম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে বিনা চিকিৎসায় জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ের সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর সামান্য আয়ের টাকায় স্ত্রী আরোজা বেগম এর চিকিৎসা ব্যয় পুরোপুরি না হওয়ায় শুরু থেকেই তার চিকিৎসায় এলাকার যুব সমাজ ও বিত্তবানরা এগিয়ে আসেন। কিন্তু বর্তমানে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুণতে শুরু করেছেন আরোজা বেগম। স্বামীর ছোট্ট একটি ঘরে দিনরাত ইবাদতের মধ্যেই কাটছে তার সময়। তার চিকিৎসায় যে পরিমাণ অর্থের প্রয়োজন স্বামীর একার পক্ষে তা ব্যয় করা সম্ভব না। সেজন্য তিনি ও এলাকাবাসী আরোজা বেগম এর চিকিৎসায় দেশবাসীর নিকট সাহায্যের জন্য অনুরোধ করেছেন।
লিভার ক্যান্সারে আক্রান্ত আরোজা বেগম এর চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা ঃ মো শাহ আলম, একাউন্ট নং- ০৯০২১০২১০৭০৫৪০, জনতা ব্যাংক লিমিটেড, নগর ভবন কর্পোরেশন ব্রাঞ্চ, ঢাকা, বাংলাদেশ। বিআর রাউটিং নং- ১৩৫২৭৪৫৭২। বিকাশ- ০১৭৩৬-৮৫৯২০০।
উল্লেখ্য লিভার ক্যান্সারে আক্রান্ত স্ত্রী আরোজা বেগম এর চিকিৎসার জন্য সাহায্য চেয়ে স্বামী শাহ আলম স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর বরাবরে আবেদন করেছেন।