19.5 C
New York
Saturday, October 5, 2024
spot_img

মরহুরম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ক্ষুদে শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ ও বৃত্তি প্রদান ***

আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদের মুসলিমদের কোরআন শিক্ষা অতীব জরুরী। ছোট বেলা থেকেই এই কোরআন শিক্ষায় আমাদের শিশুদের উদ্বুদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। আগেকার দিনে পাড়া মহল্লায় মসজিদে ভোর বেলায় কোরআন শিক্ষায় মক্তবের প্রচলন ছিল বর্তমানে তা অনেকাংশে কমে গেছে। এমন উপলব্দি থেকেই মক্তব ভিত্তিক কোরআন শিক্ষায় উৎসাহ প্রদানের জন্য ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতবারের ন্যায় এবারো মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির পাশাপাশি ছয়জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফও প্রদান করা হয়। আজ শুক্রবার জুমার নামাজ শেষে নবীনগর উত্তর পাড়া জামে মসজিদে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. রিফাতুল হক উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহারগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, জামাল হোসেন পান্না, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর মিয়া, সহ সভাপতি – শফিউল্লাহ অপন, সাধারন সম্পাদক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ আল মামুন রানা, আশরাফুল হকসহ আরো অনেকে। মসজিদের ইমাম হাফেজ মো. সিরাজুল ইসলাম এবং মোয়াজ্জিন হাফেজ মো. সারোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় সংগঠনের প্রধান সমন্বয়কারী রিফাতুল হক জানান, মক্তব শিাকে উৎসাহিত করার জন্য মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এই কার্যক্রম অব্যাহত রাখবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন