বাংলা নববর্ষ সকলের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি -এ শ্লোগানে গান, ছড়া, কবিতা আর নৃত্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ষবরণ-১৪২৯ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। আজ সকালে উপজেলা শিল্পকলা একাডেমী’র আয়োজনে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি মোশারফ হোসাইন, বীরমুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, নবীনগর প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম, প্রধান শিক্ষক কাউসার বেগম, সহকারি প্রধান শিক্ষক ইয়াসিনুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, সাংবাদিক মো. দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, ছড়া, কবিতা, নাটিকা ও নৃত্য পরিবেশন করেন।