0.9 C
New York
Sunday, February 16, 2025
spot_img

পুকুরে পড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম ***

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রৌজা মনি (৯) ও মনির হোসেনের মেয়ে নুসাইবা (৮) নবীনগর সরকারি কলেজ এর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আজ রবিবার সকাল ১১ টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। রৌজা মনি ও নুসাইবা আপন চাচাতো বোন। তাদের মৃত্যুতে দুই পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম। নুসাইবা’র পিতা মনির হোসেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি। জানা গেছে সকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রৌজা মনি ও নুসাইবা তাদের খেলার সাথীদের নিয়ে কলেজের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে রৌজা মনি ও নুসাইবা গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অন্যরা পুকুর থেকে উঠে গেলেও তারা আর উঠতে পারেনি। রৌজা মনি ও নুসাইবা পানিতে ডুবে গেছে খবরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। মুহুর্তেই এ খবর ছড়িয়ে পড়লে মাঝিকাড়া এলাকাসহ আস পাশের আত্মীয়-স্বজন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী জড়ো হন মৃতের বাড়িতে। এসময় পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। কন্যাকে হারিয়ে পিতা মনির হোসেন প্রায় বাকরুদ্ধ হয়ে যান, অপরদিকে মনির হোসেন এর বড় ভাই আনোয়ার হোসেনও বার বার মুর্ছা যাচ্ছেন। হৃদয় বিদারক এই দৃশ্য অবলোকন করতে গিয়ে সংবাদকর্মীরাও যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন