ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪জন পুরুষ অভিভাবক সদস্য পদের বিপরীতে লড়ছেন ৭জন প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় একজন নারী সদস্য ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। নির্বাচনে ৭নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন সাবেক ছাত্রনেতা ঠিকাদার মো. সালাউদ্দিন। আজ সালাউদ্দিনের পে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নামে নবীনগর বাজার ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রচার প্রচারনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর গনি চাঁদ মকসুদ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, বাজার কমিটির সভাপতি মনির হোসেন, পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাবুব, পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক জামাল হোসেন, পৌর আওয়ামিলীগ নেতা আব্দুল কুদ্দুস, মাদক মুক্ত নবীনগর চাই পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগ নেতা লিটন, আনোয়ার, সাবেক ছাত্রনেতা কাইয়ূম আহমেদ রিদয়, ২নং ওয়ার্ড আওয়ামিলীগ নেতা ধনমিয়া, দিল মোহাম্মদ মেম্বার, আবু কালামসহ আরো অনেকে। মো. সালাউদ্দিন সকলের নিকট ৭নং ব্যালট ভোট প্রার্থনার পাশাপাশি দোয়া কামনা করেন।