ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নান্নার ইউনিয়ন পরিষদ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ইফতার মাহফিলের উদ্বোধন করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য (সাংসদ ঢাকা- ২০) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ মালেক। প্রধান বক্তা ছিলেন সিআইপি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমেদ আল জামান। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।