ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলার মাধ্যমিক শিক্ষকবৃন্দের অংশগ্রহনে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নবীনগর প্রেসকাব চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত শিক্ষকবন্ধনে বক্তব্য রাখেন, সভাপতি মো. মোর্শেদুল ইসলাম, সহ-সভাপতি আল-আমীন খান, কার্যকরী সদস্য কাউসার বেগম, প্রধান শিক্ষক আমীর ফয়সাল, সহ-সভাপতি আহাম্মদ আলী, সহ-সভাপতি ইয়ার হোসেন, সহ-সভাপতি সাহিদা বেগম, প্রধান শিক্ষক আকবর হোসেন, রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক সাহাদাৎ হোসেন শাহীন, গোলাম ছাদেক, মাঈনুল ইসলাম, মো. কবীর হোসেন, আলমগীর হোসেনসহ আরো অনেকে। শিক্ষকবন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও সহাকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. ইয়াসিনুল হক। পরে সকলে সম্মিলিতভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করেন।