21.6 C
New York
Saturday, October 5, 2024
spot_img

নবীনগরে নদীর পাড় দখল করে দোকান নির্মাণে বাধা প্রশাসনের, প্রশংসা কুড়িয়েছে সর্ব সাধারণের ***

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর লঞ্চঘাট এলাকায় নদীর পাড় দখল করে দোকান নির্মাণের অভিযোগে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন দ্রæত ঘটনাস্থলে গিয়ে স্থাপনা ভাঙার নির্দেশ প্রদানের পাশাপাশি দোকান নির্মানের মালামাল জব্দ করেন। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এসময় নবীনগর থানার এ.এস.আই মহিউদ্দিন উপস্থিত ছিলেন। প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী একটি মহলের নির্দেশে হকার্সলীগের নামে নদীর পাড়ের জায়গা দখল করে এই স্থাপনা নির্মাণের অভিযোগ উঠে। তবে নবীনগরে হর্কাসলীগ আছে কিনা এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সঠিক তথ্য দিতে পারেননি। পৌর আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ পৌর হকার্সলীগ গঠনে উদ্যোগ নেয়ার কথা শুনেছেন বলে জানান নেতা-কর্মীরা। হকার্সলীগের নাম ভাঙিয়ে নদীর পাড় দখল করে দোকান নির্মাণের বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ জানান, আমি কাউকে নদীর পাড় দখল করে দোকান নির্মাণ করার অনুমতি দেই নাই…. এ ব্যাপারে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এই ব্যাপারে কিছুই জানি না তবে এঘটনায় যাদের ইশারা রয়েছে তাদের খুঁজে বের করার দাবি করেন তিনি। হকার্সলীগের নাম ভাঙানোর ঘটনাটিকে নেক্কারজনক উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীরা জানান… শুধু এই নদীর পাড় না পুরো নদীর পাড়ের ময়লা আবর্জনা পরিস্কার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলাবাসীকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা করে দেয়ার দাবি সর্ব মহলের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন