ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের জনৈক হাসান মিয়ার বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (০৪ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য সুমনের মরদেহ জেলা মর্গে প্রেরন করেছে থানা পুলিশ। জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার বাঘাউড়া গ্রামে ভাড়া বাসায় থেকে ফার্ণিচারের ব্যবসা করে আসছিলেন সুমন। গতকাল কে বা কারা সুমনের দোকানের সামনে অগ্নিকান্ডের ঘটনাও ঘটিয়েছে, ঠিক এর পরদিন অর্থ্যাৎ আজ রাতে সেহেরী খাওয়ার পর ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হলে বাড়ির সামনেই সুমনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।