ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে হাজী আবুল হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এলাকার ২৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হাজী আবুল হাশেম এর বাড়ি প্রাঙ্গন হতে বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প থেকে সাধারণ মানুষের এসব ইফতার সামগ্রী বিতরণে তাদের পাশে দাঁড়িয়ছেন হাজী আবুল হাশেম এর সন্তান, উক্ত ফাউন্ডেশনের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ প্লাষ্টিক পেকার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মজিবুর রহমান। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা বুট, পেঁয়াজ, খেজুর ও তেল। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা, আলহাজ্ব মজিবুর রহমান এর বাবা বাছিদপুর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হাজী আবুল হাশেম, নবীনগর থানা প্রেসকাবের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক এম কে জসিম উদ্দিন, ইউপি সদস্য মজনু মিয়া, সাবেক ইউপি সদস্য আবু তরাফ, উনার বড় ভাই সাইদুর রহমান, সমাজ সেবক আজিজুল হক দুলন, আনু মিয়া, আব্দুল আলীম, গিয়াস উদ্দিনসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন– উল্লেখ্য প্রতি বছরই তিনি ঈদ ও মাহে রমজানসহ বিভিন্ন সময়ে গ্রামের সাধারণ মানুষের জন্য বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। মুঠোফোনে হাজী আবুল হাশেম ফাউন্ডেশনের কর্নদ্বার আলহাজ্ব মজিবুর রহমান ইমন বলেন, আমরা আবুল হাশেম ফাউন্ডেশনের প থেকে বিগত এক যুগেরও অধিক সময় ধরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে আসছি, অদূর ভবিষ্যতে এর পরিধি বৃদ্ধি করে ব্যাপক ভাবে কাজ করে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তিনি।