ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিার্থীদের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আমাদের ছেলেমেয়েদের শিক্ষার পাশাপাশি দক্ষ ভাবে গড়ে তুললে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসে ডলার ইনকাম করতে পারবে। ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাফিউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, নবীনগর সার্কেল এর দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি মোশারফ হোসাইন, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ সহ আরো অনেকে। এর আগে মন্ত্রী উনার পৈত্রিক বাড়ি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের দফা বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি লক্ষ্মীপুর গ্রামে অপটিক্যাল ফাইবার সংযুক্তি উদ্বোধন করেন।