26.3 C
New York
Friday, September 13, 2024
spot_img

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজী জান মোহাম্মদ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ ***

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর্তমানবতার সেবায় আমরা আছি মানুষের পাশে” এ শ্লোগানে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের হাজী জান মোহাম্মদ বাড়ির প্রবাসীদের সমন্বয়ে গড়ে উঠা হাজী জান মোহাম্মদ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রামের অস্বচ্ছল প্রায় ১শ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল আলু, পেঁয়াজ, তেল, ছোলা বুট, খেজুর, মুড়ি, চিনি, ট্যাংক, বেসন, লবন ও ডাল। আজ বুধবার বিকেলে হাজী জান মোহাম্মদ বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা মো. মমিনুল হক। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলমনগর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাজী লিল মিয়া সর্দার। মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের পৌর শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, হাজী জান মোহাম্মদ প্রবাসী সংগঠনের উপদেষ্টা মো. মোসলেম উদ্দিন, আলিমুদ্দিন জোবেদা ডিগ্রি কলেজ এর প্রভাষক মো. জাহিদুল হক, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূরে আলম, হাজী জান মোহাম্মদ প্রবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাদেক, অর্থ সম্পাদক মো. নাজির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আসাদুল হকসহ আরো অনেকে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রহমতউল্লাহ, মোঃ আবুল হোসেন, মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ সাত্তার মিয়া, মোহাম্মদ কাঞ্চন মিয়া, মোঃ জয়নাল মিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ। গ্রামের সকল উন্নয়নমূলক কাজসহ অসহায় ও দরিদ্র মানুষের সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে হাজী জান মোহাম্মদ প্রবাসী সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রামের অসহায়, দরিদ্র মানুষের সহযোগিতায় কাজ করে চলেছে। তাদের এই এই কার্যক্রম অব্যাহত রাখতে গ্রামের সকল গুণীজনদের পরামর্শ ও দিক নির্দেশনাও কামনা করেছেন সংগঠনের সকল সদস্যরা। সংগঠনের সকল প্রবাসী সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়াও কামনা করা হয়। মসজিদের ইমাম মো. শরিফ উদ্দিনের পরিচালনায় দোয়া ও মোনাজাত শেষে সকল উপকারভোগীদের মাঝে উপহার সামগ্রী তুলেন আমন্ত্রিত অতিথিগণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন