19.5 C
New York
Saturday, October 5, 2024
spot_img

হত্যার পর স্ত্রীকে আগুনে জ্বালিয়ে দেয়ার রহস্য উদঘাটন করেছে র‌্যাব, ঘাতক স্বামী গ্রেফতার ***

কুমিল্লা বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামে হত্যার পর স্ত্রীকে আগুনে জ্বালিয়ে দেয়ার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে ঘাতক স্বামী রেজাউলকে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেশন-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি জানান, গেল ১১ মার্চ বরুড়ার ডেউয়াতলী গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ইয়াসমিন আক্তার নামে এক গৃহবধু মারা যায়। ১২ মার্চ নিহত ইয়াসমিন আক্তারের ভাই বাদী হয়ে বরুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রচার হলে র‌্যাব উক্ত ঘটনার সঠিক তথ্য উদঘাটনে মাঠে নামে। তদন্তে নেমে র‌্যাব জানতে পারে দীর্ঘদিন ধরে রেজাউল ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। এদিকে ঘটনার পর থেকে ইয়াসমিনের স্বামী রেজাউল আত্মগোপনে থাকলে র‌্যাবের সন্দেহ আরো বেড়ে যায়। র‌্যাব রেজাউলকে গ্রেফতারের জন্য একাধিক টিম গঠন করে গেল কয়েকদিন বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল সোমবার রাতে কুমিল্লার ইপিজেড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার হওয়া রেজাউল তার স্ত্রীকে হত্যার পর বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দিয়ে তা ভিন্ন ভাবে চালিয়ে দেয়ার অপচেষ্টা করার কথা স্বীকার করে। গ্রেফতার রেজাউলকে বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন