ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল রবিবার বিকেলে রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে। রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর শিপন, টিটন চন্দ্র পাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, যুবলীগ নেতা জামাল হোসেন পান্না, রসুল্লাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু কাউছার, এড. এ.কেএম সালাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ, সাধারন সম্পাদক নাছির উল্লাহ, পৌর যুবলীগ নেতা মাজেদুল ইসলাম, মো. মাহাবুবুর রহমানসহ রসুল্লাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সভা সঞ্চালনায় ছিলেন, রসুল্লাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সুমন আহমেদ। বক্তাগণ আগামী দিনে প্রতিটি ওয়ার্ড কমিটিসহ ইউনিয়ন কমিটিতে দলের জন্য নিবেদিত প্রাণ ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান।