ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নবীনগর পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ড নরসিংহপুর গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরই পাশাপাশি ওই ইউনিয়নের নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিসহ মাহফিলে আগত সকল উলামায়ে কেরামগণকে সম্মাননা ক্রেষ্ট উপহার দেয়া হয়। গত ২৬ মার্চ শনিবার রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, অত্র ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. নূরে আলম, মাওলানা মেহেদী হাসান, আমিনুল ইসলাম, ৮নং ওয়ার্ড সদস্য মো. লিটন, ৯নং ওয়ার্ড সদস্য মো. সফর মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য মো. আরিফ, সহ আরো অনেকে। ওয়াজ ও দোয়ার মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া (দা.বা.), জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতি মোবারকুল্লাহ (দা. বা.), আল্লামা মুজিবুর রহমান হামিদী, আল্লামা হেলালুদ্দিন আফতাবী, হাফেজ মাওঃ সা’আদ উল্লাহ সিদ্দিকী, নবীনগর এস.আর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি বেলায়েতুল্লাহ, আল্লামা আব্দুল জাব্বার, মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ মুহসিনুল করিম হারুনীসহ আরো অনেকে। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাওঃ আনোয়ার বিন মিজানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মিজান সাহিদা ফাউন্ডেশন।