7.8 C
New York
Friday, April 19, 2024
spot_img

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন এক প্রসুতি মা, এদের তিনটিই ছেলে ***

কুমিল্লায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক প্রসুতি মা। চার নবজাতকের দুটি পুরোপুরি সুস্থ থাকলেও ওজন খুবই কম হওয়াতে বাকী দুটি নবজাতক কিছুটা ঝুকীতে রয়েছে। নবজাতক চারটির তিনটিই ছেলে এবং একটি মেয়ে। শিশু তিনটির বাবা সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার তার স্ত্রীকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২৩) মার্চ রাত ১২টায় দিকে সিজারের মাধ্যমে এদের জন্ম হয়। সাইফুল ও শিরিন দম্পতির বাড়ি কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল গঙ্গানগর গ্রামে। তাদের রাবেয়া আক্তার নামে ৭ বছরের একটি কন্য সন্তান রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু চিকিৎসক ডা. ফিরোজ আহমেদ জানান, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। তবে চারটি শিশু নয় মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি চারশ’ গ্রাম, বাকি একজনের ওজন ১কেজি ১০০ গ্রাম করে। তাদেও আইসিইউতে রেখে চিকিৎসা প্রয়োজন। শিশুদের বাবা সাইফুল বলেন, সালদা নদী রেল লাইনের পাশে একটি দোকান ছিল। এতে চা বিক্রি করতেন। করোনা কারনে বন্ধ হয়ে গেছে।এখন সংসার চলতে অনেক কষ্ট হয়। এমতাবস্থায় বেসরকারী হাসপাতালে নবজাতকদেও চিকিৎসা ব্যায় ভার বহন করার সামার্থ্য নেই। চার শিশুদের দাদী মর্জিনা বেগম বলেন, আমরা অনেক খুশি। আমার চার নাতী জন্ম নেওয়া আমাদের পরিবারকে আলোকিত করেছে। তিনি তার নাতিদের সুস্থতা কামনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন