দীর্ঘ প্রায় ৪ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এর অনুমোদিত নতুন আহবায়ক কমিটিতে উপজেলা ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আবু সাঈদকে আহবায়ক করে ৫১সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ যেন স্বপ্ন সত্যি হবার মতো ঘটনা। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর নবীনগর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার প্রায় ৪ বছর পর, আজ নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় নব গঠিত কমিটির নেতৃবন্দ আনন্দ মিছিল বের করে। বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলটি নবীনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদনি করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এসে শেষ হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, আওয়ামী লীগ নেতা শামীম রেজা, কাউছার আলম শিবু, জামাল হোসেন, বাজার কমিটির সাধারন সম্পাদক আশরাফুল আলম জনিসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় ছাত্রলীগের নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে, এ যেন নতুন উদ্যামে পুনরুজ্জীবিত হয়ে আগামী দিনে দলকে আরো শক্তিশালী করতে সহায়ক বলে জানিয়েছেন নতুন আহবায়ক মো. আবু সাঈদ। নব গঠিত উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন, মোহাম্মদ নাসির উল্লাহ, মোহাম্মদ নাজিম হোসেন, সাকিব মাহমুদ, কবির হোসেন, মোবারক হোসেন ও আব্দুল্লাহ আল তুষার। এদিকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির পাশাপাশি এহসান আহমেদকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিস্ট পৌর ছাত্রলীগের কমিটিও ঘোষণা করা হয়। তবে অচিরেই নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।