ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৩টায় উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ন ফাইনাল খেলায় মুক্ত একাদশ ৩-০ গোলে আউয়াল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন কাওয়ালী পাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ রাসেল মোল্লা। ফুটবল ট‚র্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল গণি সুমন। খেলাটির আয়োজন করেন দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক ও উপজেলা প্রেসকাবের সভাপতি শামীম খান।