ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পূর্ব পাড়ার মো. মোয়াজ্জম হোসেন ছেলে তারেক রহমানের চিকিৎসার জন্য আলমনগর প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আলমনগর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অসুস্থ তারেক রহমানের মায়ের হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ ৩৫ হাজার টাকা তুলে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা বাহরাইন প্রবাসী মো. হোসেন জিবন। এসময় উপস্থিত ছিলেন, আলমনগর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাজী লিল মিয়া সর্দার, গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, কবির মিয়া, সংগঠনের উপদেষ্টা বাহরাইন প্রবাসী জলিল মেম্বার, উপদেষ্টা জাপান প্রবাসী সোহেল রানা, কার্যকরী সদস্য সৌদী আরব প্রবাসী মো. আনোয়ার হোসেন, বাহরাইন প্রবাসী মাইনুদ্দিন, মালেয়শিয়া প্রবাসী মো. সাদেক, সৌদী আরব প্রবাসী গোলাম মোস্তফা, সৌদী আরব প্রবাসী মো. আলম, কাতার প্রবাসী মেহেদী হাসানসহ আরো অনেকে। উল্লেখ্য আলমনগর প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য সংগঠন সৃষ্টিলগ্ন থেকে গ্রামের অসহায় ও দুঃস্থ মানুষের সহযোগিতায় আর্থিক অনুদানের পাশাপাশি বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। সম্প্রতি আলমনগর উত্তর পাড়া মো. জিবন মিয়াকেও একটি নতুন টিনের ঘরে নির্মাণ করে দেয় সংগঠনটি। গ্রামের সকল মুরব্বি ও নেতৃত্ব প্রদানকারী সকলের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের নীতি নির্ধারকগণ।