ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫মার্চ গণহত্যা দিবস -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শামসুল আলম সাহন, প্রাক্তন সিনিয়র শিক্ষক আবু কামাল খন্দকার, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি মো. আবু কাউছার, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্না। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সামছুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম, পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠন পৌর শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামসহ আরো অনেকে। এদিকে সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রধান ফটক সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে উপজেলা প্রশাসন।