18.2 C
New York
Saturday, November 2, 2024
spot_img

আব্দুর রহমান সভাপতি ও মানিহা আক্তার সাধারন সম্পাদক ***

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহত্তর সামাজিক সংগঠন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ শাখা কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ অনুষ্ঠিত সভায় দুই বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। কলেজের অধ্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আল আমিন খান, সংগঠনের সভাপতি আবু কাউছার, সাধারন সম্পাদক ওমর ফারুক, পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার আলমসহ আরো অনেকে। এসময় বক্তারা মাদকের কুফল ও এর ভয়াবহতা সম্পর্কে উপস্থিত শিার্থীদের কাছে তুলে ধরেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহব্বান জানান। আলোচনা শেষে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুর রহমানকে সভাপতি এবং মানিহা আক্তার হিমুকে সাধারন সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন