ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের পূর্বপাড়া মুন্সি বাড়ি সংলগ্ন মৃত শাহজাহান বেপারির স্ত্রীর কষ্টের টাকায় ৪১ শতাংশ জমিতে চাষ করা সবজি তারই সৎ ছেলের বউ মাহমুদা বেগম স্থানীয় নাসির খন্দকারের ট্রাক্টর দিয়ে হালচাষ করে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে নিন্দা ও ক্ষোভ প্রকাশ পায়। এবিষয়ে প্রতিকার পেতে ভুক্তভোগী রিনা বেগম বাদী হয়ে গত ২০ মার্চ রবিবার তার পুত্রবধু মাহমুদা আক্তারকে আসামি করে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেন। এবিষয়ে রিনা বেগম বলেন, শাহজাহান বেপারির ছেলে ও মেয়ের জামাই বলেন, সবজির জমির পাশের জমির মালিক জুমান মুন্সী বলেন, অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ইব্রাহীমপুর বিটের দায়িত্ব থাকা নবীনগর এস.আই মান্নান জানান, বিষয়টি তদন্তাধীন।