কুমিল্লার সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ডায়াবেটিস সমিতির সভাপতি নারী নেত্রী মিসেস মেহেরুন্নেছা বাহার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, কুমিল্লা মহিলা সমিতির সাধারন সম্পাদক নাহিদ সাবরিনা, সদস্য ইমরোজ চৌধুরী বেবী। বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাদিরা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন খোকন, সংরক্ষিত আসনের কউন্সিলর নেহার বেগম সাধারন, ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাক্তার আবুল খায়ের বাবুল, মোঃ বিল্লাল হোসেনসহ অন্যন্যরা।