ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর (উ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম কামরুন্নাহার (৫১) আজ শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে শাহবাজ পুর গ্রামের হুমায়ন কবিরের স্ত্রী, প্রধান শিক্ষক বেগম কামরুন্নাহার আজ সকালে একটি বল্লা পোকার কামড়ে তীব্র ব্যাথা অনুভব করলে পরক্ষণেই তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বেগম কামরুন্নাহার।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম সবুজ ছুটে গেছেন মরহুমার বাড়িতে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে বাদ আছর জানাযা শেষে শাহবাজপুর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য মৃত বেগম কামরুন্নাহার এর স্বামী হুমায়ন কবির উপজেলার বলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করছেন।